নিভৃতবাসে নাকচ, প্রশাসনের নির্দেশে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল এক ব্যক্তিকে

author-image
Harmeet
New Update
নিভৃতবাসে নাকচ, প্রশাসনের নির্দেশে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল এক ব্যক্তিকে

নিজস্ব সংবাদদাতাঃ চিনে বিগত বেশ কিছু দিন ধরে চলতে থাকা বিক্ষোভের জেরে কয়েকটি শহরে কোভিড বিধিনিষেধের কড়াকড়ি লঘু করা হয়েছে। আমজনতার প্রতিবাদে কোভিড বিধিনিষেধ শিথিল করতে বাধ্য হন চিনা প্রশাসন। কিন্তু সম্প্রতি এক ভিন্ন চিত্র দেখা গেল চিনে। প্রশাসনের নির্দেশে এক ব্যক্তিকে জোর করে টেনে হিঁচড়ে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য। সেই ব্যক্তি নাকি এক কোভিড আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। আর সেই কারণেই তাঁকে নিভৃতবাসে পাঠানোর জন্য এই ভাবে বাড়ি থেকে একপ্রকার উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চিনা প্রশাসনের নির্দেশে। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই কড়া নিন্দার মুখোমুখি হয়েছে চিনা সরকার। যদিও পরবর্তীকালে সেদেশের সরকারের তরফ থেকে জানানো হয়, ওই ব্যক্তির সঙ্গে এইরূপ আচরণের জন্য ক্ষমা চাওয়া হয়েছে।