হরি ঘোষ, দুর্গাপুর : একটু করে পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে অথচ দুর্গাপুরের গোপালমাঠ এলাকার সুভাষপল্লীর রেল কলোনির কাছে এই পুরোনো পুকুরের জল এলাকার বাসিন্দাদের স্নান, বাসন মাজা, ধর্মীয় আচার রীতি পালনের কাজে লাগে। গত ২০২০ সাল থেকে সরকারি স্তরে লিখিত আকারে অনেক আবেদন নিবেদন করা হয়েছিল স্থানীয়দের তরফে, কিন্তু কাজ হয়নি, উল্টে প্রতিদিন একটু একটু করে পুকুর বুজিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
রবিবার ফের পুকুর বোজানোর কাজ শুরু হলে স্থানীয়রা প্রতিরোধ শুরু করে, মহিলারা একজোট হয়ে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাতে থাকে, দাবি ওঠে সংস্কার করা হোক এই পুকুর, নচেৎ অনেকটা সমস্যায় পড়বেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ, পুলিশকে ঘিরে ধরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে থাকে স্থানীয়রা। কিন্তু পুলিশও কারো হয়ে কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। দু পক্ষকে বসে মীমাংসার কথা বলে পুলিশ, কিন্তু গোপালমাঠ রেল পার এলাকার বাসিন্দাদের দাবি ছিল আগে পুকুর সংস্কারের লিখিত প্রতিশ্রুতি দিক পুলিশ প্রশাসন, নচেৎ এই আন্দোলন আরো বড় জায়গায় যাবে।