New Update
/anm-bengali/media/post_banners/a5ukgAY2Z1VeUEW9L2WI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লোকেশ রাহুলের রানের খরা কাটল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। ভারতের বিরুদ্ধে বল হাতে দাগ কেটেছিলেন সাকিব আল হাসানরা। বড় রান পাননি রোহিত শর্মা, বিরাট কোহলি, শিখর ধাওয়ানরা। ব্যতিক্রমী রাহুল। ৫০ বলে ৫৩ রান করে এখনও অপরাজিত রয়েছেন তিনি। ইতিমধ্যে নামের পাশে যুক্ত করেছেন তিনটি চার এবং তিনটি ছয়।
Solid fifty from KL Rahul 👏
Follow the #BANvIND action 👉 https://t.co/Ymfh2IDe14pic.twitter.com/KZUGB65dva— ICC (@ICC) December 4, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us