New Update
/anm-bengali/media/post_banners/eqPuBFr4ncPkjAWLUh0H.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে রানের ফোয়ারা। ইংল্যান্ড এবং পাকিস্তান দুই দলই রানের পাহাড়ে। প্রথমে ব্যাট করতে নেমে ৬৫৭ রান করেছে ইংল্যান্ড। পাকিস্তান ব্যাট করতে নেমে ক্রিকেট প্রেমীদের তিনটি শতরান উপহার দিয়েছেন।
Babar Azam brings up a magnificent hundred, his eighth in Tests 🔥#WTC23 | #PAKvENG | 📝: https://t.co/PRCGXi3dZSpic.twitter.com/bTpS2iVt1d
— ICC (@ICC) December 3, 2022
দুই ওপেনার ইমাম উল হক (১২১ রান) এবং আবদুল্লাহ সাফিক (১১৪ রান) ছাড়াও সেঞ্চুরি করেছেন বাবর আজম। অল্পের জন্য ১৫০ রানের মেইল ফলক হাতছাড়া করেছেন তিনি। ১৩৬ রানে আউট হলেন পাকিস্তানের অধিনায়ক। উইল জ্যাকসের বলে উইকেট হারিয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us