New Update
/anm-bengali/media/post_banners/YT1snVjaAS94V1w1Zggt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে আসন্ন এশিয়া কাপ ২০২৩ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের মন্তব্য নিয়ে আবারও বিসিসিআইকে তোপ দাগলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে পুনরায় আক্রমণ করে রামিজ সতর্ক করে দিয়ে বলেন, ভারত খেলতে না আসার কারণে যদি পাকিস্তানের কাছ থেকে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব কেড়ে নেওয়া হয়, তাহলে বাবর আজমের নেতৃত্বাধীন দল টুর্নামেন্ট থেকে পুরোপুরি সরে যেতে পারে।
self-esteem is everything well done ramiz raja👍
"Ramiz Raja" pic.twitter.com/0ZKf3Mj8Fr— mehralisyed (@mehralisyed786) November 25, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us