New Update
/anm-bengali/media/post_banners/7vSUVOCNZ1ddBiX7cZWZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপে ইতিহাস রচনা করেছে দক্ষিণ কোরিয়া। সন হিউন-মিন বলেছেন, পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শুক্রবার বিশ্বকাপের শেষ ষোলোয় প্রবেশ করে 'খুশি' হয়ে কেঁদে ফেলেছিলেন তিনি। পর্তুগালের বিরুদ্ধে পিছিয়ে থেকেও এসেছে জয়। তাবড় তাবড় দলগুলোর বিরুদ্ধে এশিয়ান ফুটবলের ধ্বজা এখন সনদের হাতে। পর্তুগালের বিরুদ্ধে ম্যাচ শেষে বিজয় উল্লাসে মেতেছিলেন কোরিয়ান ফুটবলাররা। সনের আবেগ পূর্ণ মুহুর্তের ছবি সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল।
𝘕𝘪𝘤𝘦 𝘖𝘯𝘦, @Sonny7! 🇰🇷👏 pic.twitter.com/J4hjfJrzOV
— Tottenham Hotspur (@Spurs_ID) December 3, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us