নিজস্ব সংবাদদাতাঃ ভাগ্যের জোড়ে প্রাণ বাঁচল ৪ বছরের একটি মেয়ের। একটি দোকানের সামনে পার্ক করা ছিল একটি অল্টো গাড়ি। এবং গাড়িটির মধ্যে একটি ৪ বছরের বাচ্চা মেয়ে খেলা করছিল। এমন সময় মেয়েটি গাড়ি থেকে নেমে যায়। নেমে যাওয়ার কিছু সেকেন্ড পরে দ্রুতগামী একটি সুইফট গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পার্ক করা অল্টো গাড়িটিতে এসে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে রাজসমন্দে খামনোর থানার অধীনস্থ ভাগল এলাকায়। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরাতে সম্পূর্ণ ঘটনাটি ধরা পরে। ধৃত সুইফট গাড়ির চালক।