রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সেনা বিনিময়

author-image
Harmeet
New Update
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সেনা বিনিময়


নিজিস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৃহস্পতিবার সেনা বিনিময় হয়েছে বলে জানা যাচ্ছে। উভয় দেশের তরফে ৫০ জন করে সেনা বিনিময় করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

your image

ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক এবং স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন এই সেনা বিনিময় নিশ্চিত করেছেন। আন্দ্রি ইয়ারমাক জানিয়েছে, রাশিয়ায় বন্দি সকল ইউক্রেনীয় সেনাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

your image