নিজস্ব সংবাদদাতাঃ গরুপাচার মামলায় এনামুল হককে জেরা করতে দিল্লি পৌঁছল সিআইডি। আগামীকাল এনামুলকে জেরার সম্ভাবনা। সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর, বর্তমানে তিহাড় জেলে বন্দি এনামুল। গরুপাচারে অভিযুক্ত এনামুলের তিন ভাগ্নেও। তাদের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে সিআইডি, ওই তিনজনই পলাতক।