১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন: মমতা

author-image
Harmeet
New Update
১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন: মমতা



নিজস্ব সংবাদদাতা: ইয়াস নিয়ে ফের একবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘ইয়াসের মধ্যে ভরা কোটালের জেরে ক্ষতি। এই ভরা কোটালের ফলে বহু এলাকা প্লাবিত হয়েছে। আগামীকালও ৫ ফুট উঁচু থাকবে জলস্তর। বহু জায়গায় ভেঙে গিয়েছে নদী বাঁধ। ১ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১৫ লক্ষের বেশি মানুষকে সরানো হয়েছে। ৩ লক্ষের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩৪টি বাঁধ ভেঙে গিয়েছে। বিপদ এড়ানোর জন্য ভরা কোটালের সময় বিদ্যুৎ বন্ধ রাখা হবে। চাষের জমিতে নোনা জল ঢোকায় কৃষির ক্ষতি হয়েছে। মৎস্যচাষের বিপুল ক্ষতি হয়েছে। আগামীকালও বানের জল ঢুকতে পারে।’