/anm-bengali/media/post_banners/ycdoG6zaX2vfA2uwl0XW.jpg)
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর: "চোর তাড়াও-গ্রাম বাঁচাও" কর্মসূচিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশন দিল বামেরা । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের (পশ্চিম বর্ধমান) জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, দলের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, দামোদর অজয় এরিয়া কমিটির সম্পাদক তুফান মন্ডল সহ অন্যান্যরা। এদিন কর্মসূচিতে মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থকেরা । বেলা এগারোটা নাগাদ পাণ্ডবেশ্বর রেলস্টেশন চত্বর থেকে মিছিল করে তা শেষ হয় বিডিও অফিসে সামনে । সেখানে মঞ্চ করে সভা করা হয় । মীনাক্ষী মুখোপাধ্যায় চাঁচাছোলা ভাষায় শাসকদল তৃণমূল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হন । বলেন, 'রাজ্যজুড়ে তৃণমূলীরা নৈরাজ্য তৈরি করে লুটপাট চালাচ্ছে । আর নীরব থেকে তাদের এই কাজ যে মদত যোগাচ্ছে পুলিশ ও প্রশাসনের একাংশ । তবে এই লুটের রাজ বেশি দিন চলবে না, কারণ মানুষ এবার প্রতিরোধে নেমেছে ।' দলের জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি অভিযোগ করেন, 'এলাকায় কয়লা,বালি লোহার অবৈধ কারবার চলছে, তার ছবি পুলিশের কাছে নেই । সভা শেষে এদিন বামেদের একটি প্রতিনিধি দল এলাকার উন্নয়ন, ১০০ দিনের বকেয়া মজুরি, দুর্নীতির তদন্ত সহ একগুচ্ছ দাবিতে বিডিওর হাতে স্মারকলিপি দেন।
পাশাপাশি বামেদের এই কর্মসূচিকে আমল না দিয়েই কেন্দ্রা অঞ্চল তৃণমূল সভাপতি যমুনা ধীবর জানান, 'আগামী পঞ্চায়েত ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভায় একটাও আসন পাবে না বাম তথা বিরোধীরা।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us