​নিজস্ব সংবাদদাতাঃ বিদেশে পাড়ি দিলেন রানি মুখার্জী। তার পরবর্তী ছবি 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee VS Norway) ছবির শুটিংয়ের জন্যে। ছবির পরিচালক আসিমা ছিব্বার। দেশের বিরুদ্ধে গিয়ে একজন মায়ের লড়াইকে তুলে ধরবে আসিমার এই ছবি।