New Update
/anm-bengali/media/post_banners/Fprn2x8giwPzwiJXkgOy.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'কালা চশমা', 'বার বার দেখো' গানটি একটি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়ে ওঠে। গায়ক ডেমি লোভাটো এবং জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ফ্যালন থেকে শুরু করে ভারতের সাধারন মানুষজনও এই গানটির দিকে ঝুঁকছেন। ইনস্টাগ্রামে তৈরি হয়েছে হয়েছে অগুনতি রিল। সম্প্রতি একটি পার্টিতে বাদশার গান পরিবেশনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে গানটির সঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেটার এমএস ধোনি এবং হার্দিক পান্ডিয়া পায়ে পা মিলিয়েছেন বলে সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে।
MS Dhoni & Hardik Pandya dancing in a birthday party. pic.twitter.com/k7dmCwhduJ
— Johns. (@CricCrazyJohns) November 28, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us