/anm-bengali/media/post_banners/rpGgTzJBHntJEDnwsBHW.jpg)
দিগ্বিজয় মাহালী, ডেবরাঃ সোমবার সকাল ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হৈপত এলাকায় দখলকৃত জমি আদালতের রায়ে জমি মালিকের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো ডেবরা থানার পুলিশ। সকাল সকাল বিশাল পুলিশ বাহিনী ডেবরার হৈপত এলাকায় ১৬ নং জাতীয় সড়কের পাশে উপস্থিত হয়। বহু মূল্যের ওই জমি দীর্ঘ কয়েক বছর পর আদালতের রায়ে দখল নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। গত কয়েক বছর ধরে ওই জমি এলাকার বেশ কয়েকটি গরীব পরিবার পূর্ত দপ্তরের জমি ভেবে চাষ করে আসছিল। প্রায় ৫০ বছরের বেশী সময় ধরে ওই পরিবার এবং তাদের মা বাবা চাষ করে আসে। অবশেষে আদালতের রায়ে তারা হতবাক। বার বার পাট্টা দেওয়ার আবেদন করেও পাট্টা না পাওয়ায় ভূমি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তাঁরা। এখন ওই পরিবার গুলি কোথায় যাবে তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও আদালতের রায়ের ওপরে কেউ যেতে পারে না। তবে তারা উচ্চ আদালতে বা এই রায়ের বিরুদ্ধেও যেতে পারে বলে সূত্রের খবর। অপরদিকে মহাদেব জানা জানান, 'আমি জানতাম এই জায়গা সরকার দখল নিয়েছে। তাই আমি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, ওদের বিরুদ্ধে নয়। সরকার, আদালত সমস্ত কিছু খতিয়ে দেখার পর আমাদের পক্ষে রায় দিয়েছে। তাই পুলিশি উপস্থিতিতে আমরা আমাদের জায়গা দখল নিচ্ছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us