তীব্র দাবদাহের পরে আচমকাই বৃষ্টি, ঠান্ডা হলো রাজার শহর কোচবিহার!

author-image
New Update
তীব্র দাবদাহের পরে আচমকাই বৃষ্টি, ঠান্ডা হলো রাজার শহর কোচবিহার!

দেবাশিষ বিশ্বাস, কোচবিহার:কোচবিহারের অধিবাসীদের কথায়,  কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন বেশিক্ষণ গরম সহ্য করতে পারেন না। কথাটা আরো এক বার সত্যি প্রমাণিত হলো শুক্রবার। শুক্রবার সকাল থেকেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজার শহর। তাপমাত্রা চল্লিশের কাছাকাছি। এই গরমের পর আচমকাই বিকেল বেলাতে প্রচন্ড বৃষ্টি কোচবিহারে। এক টানা ৩০ মিনিট মুষলধারে বৃষ্টিতে ঠান্ডা হলো কোচবিহার। কোচবিহারের বাসিন্দারা বিশ্বাস করেন এটাই কোচবিহারের প্রাকৃতিক বৈশিষ্ট্য। সারাদিন গরম থাকলে সন্ধেবেলা বৃষ্টি অবশ্যই হবে।