নিজস্ব সংবাদদাতাঃ জিততে পারল না কোনও দলই। শেষের দিকে জার্মানি আক্রমণের ঝাঁজ তীব্র ভাবে বাড়িয়েছিল। ফুলক্রুগ গোলও করে সমতাও ফেরান। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি তারা। এদিনের ম্যাচ ড্র করে বিশ্বকাপে লড়াইয়ে টিকে থাকল জার্মানি। তবে নকআউটের জন্য অপেক্ষা করতে হবে স্পেনকে।