শুরুতে কানাডার চমক, দুরন্ত কামব্যাক ক্রোয়েশিয়ার

author-image
Harmeet
New Update
শুরুতে কানাডার চমক, দুরন্ত কামব্যাক ক্রোয়েশিয়ার

নিজস্ব সংবাদদাতাঃ ম্যাচের মাত্র ২ মিনিটে আলফানসো ডেভিসের গোলে এগিয়ে যায় কানাডা। আগের ম্যাচে মরক্কো যেভাবে বেলজিয়ামকে হারিয়ে দিলো তেমন অঘটনের শঙ্কা উঁকিঝুঁকি দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা হতে দিলো না ক্রোয়েশিয়া। দুরন্ত কামব্যাকে তারা কানাডাকে হারিয়েছে ৪-১ গোলে। দুটি গোল করেছেন আন্দ্রেজ ক্রামারিচ। একটি গোল করেছেন মার্কো লিভাজা ও লোভরো মাজের। 


এই জয়ের সঙ্গে সঙ্গে দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করে গ্রুপের প্রথম স্থান দখল করল ক্রোয়েশিয়া। অন্যদিকে এই হারের সঙ্গে সঙ্গেই কানাডার নক আউট রাউন্ডে ওঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়ল কানাডা।