বৌমার বিয়ে দিয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন শ্বশুরমশাই

author-image
Harmeet
New Update
বৌমার বিয়ে দিয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন শ্বশুরমশাই

হরি ঘোষ, জামুড়িয়া : মানবিক দৃষ্টান্ত শ্বশুরমশাইয়ের। পুত্র শোকে পাথর হয়ে কন্যার পিতার ভূমিকায় বৌমার বিয়ে দিলেন সুপাত্রের সঙ্গে।

আসানসোলের কালীপাহাড়ির ঘাঘরবুড়ি মন্দিরে নিজের বিধবা বৌমার বিয়ে দিলেন শ্বশুর। এদিন এক অন্য নজির দেখা গেল।জানা গিয়েছে, জামুরিয়ার চিচুড়িয়ার বাসিন্দা কিশোর চ্যাটার্জির পুত্রের ২০১৭ সালে বিয়ে হয়েছিল।কিন্তু বছরখানেক পর তার পুত্রের সাপের কামড়ে মৃত্যু হয়েছিল। এরপর বৌমা তার কন্যা সন্তানকে নিয়ে গত চার বছর ধরে একাই থাকছিলেন। এরপর শ্বশুরমশাই তার বৌমার বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। তাই এদিন ঘাঘরবুড়ি মন্দিরে প্রভাত ফৌজদারের সঙ্গে পূজা চ্যাটার্জির বিয়ে হয়।শ্বশুরমশাই দাঁড়িয়ে থেকে এই বিয়ে দেয়।