বিহারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বিহারে গেরুয়া ঝড়, দিল্লিতে বিতরণ হল ক্ষীর
ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রয়োজন, বুঝিয়ে দিল বিহার, বড় বার্তা শাহর
বিহারের ফলাফলে উচ্ছ্বসিত আসাম
বঙ্গোপেক্স ২০২৫ ফিরল ছয় বছর পর! সায়েন্স সিটিতে ডাকটিকিট প্রেমীদের জমায়েত, উদ্বোধনে রাজ্যপাল
গণনায় এগোচ্ছে এনডিএ, উচ্ছ্বাসে রাস্তায় বিজেপি কর্মীরা— “মানুষ উন্নয়নকেই ভোট দিয়েছে”
বিহারে এনডিএ ঝড়! হাওড়ায় বিজেপির উল্লাসে ফেটে পড়ল রাস্তাঘাট, বিজয় মিছিল–মুখে মিষ্টি
“মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা লোক আজ পিছিয়ে,” গণনায় তেজস্বী পিছিয়ে পড়তেই কটাক্ষ অমিত মালব্যের
“হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাস— এসব বলে পাকিস্তানের সুরে কথা বলে কংগ্রেস”— কেন্দ্রীয় মন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

ওডিআই অভিষেক হচ্ছে অর্শদীপ ও উমরানের

author-image
Harmeet
New Update
ওডিআই অভিষেক হচ্ছে অর্শদীপ ও উমরানের

নিজস্ব সংবাদদাতাঃ ২৫ নভেম্বর শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে ৩ ম্যাচের সিরিজের প্রথমটিতে ভারত পেসার উমরান মালিক এবং অর্শদীপ সিংকে ওডিআই অভিষেক হচ্ছে। উভয় খেলোয়াড়কে একটি মজাদার টিম হাডলের সময় তাদের ওডিআই ক্যাপ দেওয়া হয়েছিল অধিনায়ক শিখর ধাওয়ানের নেতৃত্বে। অর্শদীপ সিং সম্প্রতি ভারতের T20 বিশ্বকাপ অভিযান এবং নিউজিল্যান্ডে T20I সিরিজে খুব ভালো পারফরম্যান্স দিয়েছেন আর ১৭ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন এবং ২১ টি উইকেট নিয়েছেন। ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলার পর, অর্শদীপের ওডিআই অভিষেক হচ্ছে। অন্যদিকে, উমরান মালিক এই বছরের শুরুতে তার টি-টোয়েন্টি খেলার পর ওয়ানডে অভিষেক হচ্ছে। জম্মু ও কাশ্মীরের এই পেসার মাত্র ৩টি লিস্ট এ ম্যাচ খেলেছেন, ২৫ ওভার বোলিং করেছেন ২ উইকেটে। তিনি ভারতের হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন।