হিমাচলে ছ'হাজারেরও বেশি সরকারি স্কুলে ছাত্রের সংখ্যা ২০-র কম!

author-image
Harmeet
New Update
হিমাচলে ছ'হাজারেরও বেশি সরকারি স্কুলে ছাত্রের সংখ্যা ২০-র কম!

নিজস্ব সংবাদদাতা : হিমাচল প্রদেশের মোট ৬১০৬ টি সরকারি স্কুলে ২০ জনেরও কম ছাত্র রয়েছে, যার মধ্যে রাজ্যের ৫১১৩ টি প্রাথমিক এবং ৯৯৩ টি মিডল স্কুল রয়েছে বলে জানা যাচ্ছে সরকারি সূত্র মারফত।

ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪৭৮টি প্রাথমিক ও ৮৯৫টি মধ্য বিদ্যালয়ে ২১-৬০ জন এবং ৬৮১টি প্রাথমিক ও ৪৭টি মধ্য বিদ্যালয়ে সংখ্যা ৬১ থেকে ১০০-জনের মধ্যে।রাজ্যে ১৮,০২৮টি স্কুল রয়েছে যার মধ্যে ১৫,৩১৩টি সরকার দ্বারা পরিচালিত।