এবার কেরলের পথে অগ্রসর হচ্ছে তৃণমূল!

author-image
Harmeet
New Update
এবার কেরলের পথে অগ্রসর হচ্ছে তৃণমূল!

নিজস্ব সংবাদদাতাঃ  এবার কেরলের পথে অগ্রসর হচ্ছে তৃণমূল! এবার কেরলে ৫১ জনের কমিটি তৈরি হল। ত্রিপুরার পর এবার দক্ষিণ-ভারতের রাজ্য কেরলে এক ধাপ এগিয়ে কমিটিও তৈরির প্রস্তুতি বৈঠকও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৯ জনকে নিয়ে তৈরি হয়েছে ওয়ার্কিং কমিটি। কেরলে তৃণমূলের রাজ্য সভাপতি মনোজ শঙ্করানেল্লুর, ওয়ার্কিং প্রেসিডেন্ট সামসু পেনিঙ্গাল, সাধারণ সম্পাদক সুভাষ কান্দান্নুর, সহ সভাপতি কাড়াক্কা মন মোহনদাস (কোল্লাম), জ্যাকব থমাস (এর্নাকুলাম), কে মনোজ (কান্নুর)