​সবংয়ে অঞ্চল অফিসে জানালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

author-image
Harmeet
New Update
​সবংয়ে অঞ্চল অফিসে জানালা ভেঙে চুরি, তদন্তে পুলিশ

 দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ রাতে অঞ্চল অফিসের জানালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নং দশগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিসে। একটি ল্যাপটপ চুরি গিয়েছে। তালা ভাঙা হয়েছে একাধিক আলমারির।





শুক্রবার সকালে অফিস কর্মীরা কাজ এ আসার পরে এই পরিস্থিতি দেখতে পায়। পরে সবং থানার পুলিশ এসে পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখে।কি কি জিনিস চুরি গেছে তার তদন্ত করছে সবং থানার পুলিশ।