​নিজস্ব সংবাদদাতাঃ ২১ নভেম্বর, সোমবার ইরানের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২২- এর তার দলের উদ্বোধনী ম্যাচে চোট পাওয়ার পরে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন তার ডান পায়ের গোড়ালিতে একটি স্ক্যান করাবেন বলে জানা গিয়েছে। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৪৮তম মিনিটে মোর্তেজা পৌরালিগঞ্জি থেকে ট্যাকলের সময় এই স্ট্রাইকার চোট পান। অতীতেও কেনের গোড়ালিতে সমস্যা ছিল। ২৬ নভেম্বর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার (ইউএসএ) বিরুদ্ধে ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের গোড়ালিতে স্ক্যান করানো হবে।