তুরস্ককে সংযম দেখানোর আহ্বান রাশিয়ার

author-image
Harmeet
New Update
তুরস্ককে সংযম দেখানোর আহ্বান রাশিয়ার


নিজস্ব সংবাদদাতা: সিরিয়ার ক্ষেত্রে তুরস্ককে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ার পাশে দাঁড়িয়ে তুরস্ককে বার্তা দিয়েছে রাশিয়া।

Why is Turkey attacking northwest Syria? | PBS NewsHour

 রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, তারা তুর্কি সহকর্মীদের সিরিয়ায় অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকতে বোঝানোর ক্ষেত্রে আশাবাদী। এখন দেখার তুরস্ক ও সিরিয়ার বোঝাপড়ার মধ্যে রাশিয়ার হস্তক্ষেপ নয়া কি মোড় নেয়।