ফের প্রচুর তাজা বোমা উদ্ধার কুলপিতে

author-image
Harmeet
New Update
ফের  প্রচুর তাজা বোমা উদ্ধার কুলপিতে

নিজস্ব সংবাদদাতা: গত রবিবারের পর ফের  প্রচুর তাজা বোমা উদ্ধার দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবুনি এলাকা থেকে। সোমবার রাতে গ্রামের ফাঁকা মাঠে একটি খড়ের গাদার মধ্যে ব্যাগের মধ্যে উদ্ধার হয় বোমা।পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার বেলায় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে ।