New Update
/anm-bengali/media/post_banners/jn0OEwSd9Sx2OqkeTHnK.jpg)
নিজস্ব সংবাদদাতা: আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করার কথা বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে সর্বদা শোনা যায়। তবে এবার গুজরাট নির্বাচনের পূর্বে সেই আদিবাসী সম্প্রদায়কেই হাতিয়ার করে বিজেপির দিকে নিশানা করল রাহুল গান্ধী।
তিনি বলেন, "আদিবাসীরা ভারতের প্রথম মালিক। কিন্তু বিজেপি তাদের 'বনবাসী' বলে। আদিবাসীদের জমি বিজেপি কেড়ে নিয়েছে এবং শিল্পপতিদের দেওয়া হয়েছে। বিজেপি চায় না আদিবাসীরা শহরে বাস করুক। বিজেপি চায়না আদিবাসীরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে প্রবেশ করুক"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us