আদালতে সরব শুভেন্দু

author-image
Harmeet
New Update
আদালতে সরব শুভেন্দু

নিজস্ব সংবাদদাত:  কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট তুলে ধরে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, ১০০ দিনের কাজে ব্যাপক দুর্নীতির হদিশ মিলেছে। তাঁর দাবি, 'কয়েকটি ক্ষেত্রে জেলাশাসক ও বিডিও-র এফআইআরের সুপারিশ কার্যকর করা হয়নি। বহু ব্লকে জনসংখ্যার তুলনায় জবকার্ড বেশি রয়েছে।' বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরও জবকার্ড রয়েছে, অভিযোগ শুভেন্দুর। আজ হাইকোর্টে অতিরিক্ত হলফনামা পেশ করেন তিনি। আগামী সোমবার ফের এই মামলায় শুনানি।