সস্ত্রীক পুরোহিতকে লক্ষ্য করে ছোঁড়া হল পেট্রোল বোমা

author-image
Harmeet
New Update
সস্ত্রীক পুরোহিতকে লক্ষ্য করে ছোঁড়া হল পেট্রোল বোমা

নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের রাজসামন্দ জেলায় প্রায় আট থেকে ১০ জনের একটি দল একজন বয়স্ক পুরোহিত এবং তার স্ত্রীকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তারা।

রবিবার রাতে হীরা কি বস্তি এলাকায় নবরতন প্রজাপত (৭২) ও তার স্ত্রী যখন খাবার খাচ্ছিলেন তখন ঘটে ঘটনাটি।দেওগড় থানার এসএইচও শয়তান সিং জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে স্ত্রীও আহত হয়েছেন এবং দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।