বুধবার শপথ নেবেন সি. ভি. আনন্দ বোস

author-image
Harmeet
New Update
বুধবার শপথ নেবেন সি. ভি. আনন্দ বোস


নিজস্ব সংবাদদাতা: বাংলার নয়া রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন সি. ভি. আনন্দ বোস। জানা গিয়েছে, বুধবার তিনি রাজ্যপাল হিসাবে শপথ নেবেন। 

CV Ananda Bose: 10 key facts about new West Bengal Governor

ইতিপূর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ অথবা ২৩ নভেম্বর শপথ গ্রহণের দিন স্থির করার জন্য অনুরোধ জানিয়েছিলেন ভাবী রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসকে। সেইমত ২৩ নভেম্বর শপথ গ্রহণের দিন ঠিক করেছেন সি. ভি. আনন্দ বোস।