New Update
/anm-bengali/media/post_banners/iPtB1peUBDKnTJx5TzWs.jpg)
প্রসেনজিৎ অধিকারী, হাওড়াঃ ইয়াস থেকে রক্ষা করতে হাওড়া জগতবল্লভপুর পাঁতিহাল দামোদর হাইস্কুলে ও মাজু প্রাথমিক বিদ্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হলো প্রায় তিন হাজার মানুষকে। যারা কাঁচা বাড়িতে বসবাস করছিলেন তাদেরকে রাতারাতি প্রশাসনের তরফ থেকে ও স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হল। হাওড়া জগতবল্লভপুর পাঁতিহাল শিয়ালডাঙ্গা এই সমস্ত এলাকায় এক বিশাল প্রভাব পড়তে পারে । আর সেই কারণেই এই সকল মানুষদেরকে নিরাপদ স্থানে পৌছে দেওয়া হল। সেখানে খাওয়া-দাওয়ার সকল রকমের ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসন ও পঞ্চায়েতের তরফ থেকে।
​
আরও খবরঃ http://anmnews.in/?p=214444
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us