উত্তর কাশীতে খাদে পড়লো গাড়ি, মৃত ৫

author-image
Harmeet
New Update
উত্তর কাশীতে খাদে পড়লো গাড়ি, মৃত ৫

নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় নিহত ৫।উত্তরকাশী জেলার ব্রহ্মখালের কাছে একটি গভীর খাদে পড়ে যায় গাড়িটি। পাঁচজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।ধারাসু এসএইচও ঋতুরাজ জানিয়েছেন, ধারাসু-যমুমোত্রী জাতীয় সড়কে সকাল ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 উত্তরকাশী থেকে পুরালার দিতে যাচ্ছিল গাড়িটি। দুর্ঘটনাবশত ৪০০ মিটার গভীর খাদে পড়ে যায়। আহত মহিলাকে প্রথমে ব্রহ্মখালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে উত্তরকাশী জেলা হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে, দাড়ির চালক গুমিয়ে পড়েছিলেন।