বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চন্দ্রকোনায় চার মন্ত্রী

author-image
New Update
বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চন্দ্রকোনায় চার মন্ত্রী

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়্যা সহ হুমায়ুন কবির, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত - এই চার মন্ত্রী একযোগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ও চন্দ্রকোনা ২ নং ব্লকের বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রথমে কেশপুরে পরিদর্শনে যান ওই চার মন্ত্রী,সেখান থেকে চলে যান চন্দ্রকোনায়।চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের কুলদহ, কৈগেড়ায় বন্যা বিধ্বস্ত গ্রাম পরিদর্শন করেন চার মন্ত্রী,কথা বলেন স্থানীয়দের সাথে,তুলে দেন ত্রাণ সামগ্রী। এরপর চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের বন্যা বিধ্বস্ত একাধিক গ্রাম পরিদর্শন করা হয়। ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে রিপোর্টের ভিত্তিতে দ্রুত সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়।মন্ত্রীদের সাথে ছিলেন স্থানীয় বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা।এদিন চন্দ্রকোনায় বন্যা পরবর্তী পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে গিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঘাটাল মাস্টারপ্লান কার্যকর না করে ঘাটাল,চন্দ্রকোনা,দাসপুরের মানুষের গলা টিপে ধরতে চাইছে বিজেপি সরকার এমনই অভিযোগ করেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়্যা।