রাহুল গান্ধীকে চরম কটাক্ষ আসামের মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
রাহুল গান্ধীকে চরম কটাক্ষ আসামের মুখ্যমন্ত্রীর


নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীকে চরম কটাক্ষ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গুজরাট নির্বাচনের পূর্বে রাহুল গান্ধীকে গুজরাটে প্রচার করতে দেখা যাচ্ছে না। এই প্রসঙ্গেই এবার হিমন্ত বিশ্বশর্মা রাহুল গান্ধীকে চরম কটাক্ষ করেছেন। 

Himanta Biswa Sarma: Former Congressman Himanta Biswa Sarma mocks Rahul  Gandhi's 'dog' tweet - The Economic Times

তিনি বলেন, "রাহুল গান্ধীর একটা অভ্যাস আছে যেটা আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি। গুয়াহাটিতে ক্রিকেট ম্যাচ হলে তিনি গুজরাটে থাকবেন। তিনি গুজরাটেই ব্যাট এবং প্যাড বহন করবেন। তিনি প্রস্তুত হতে থাকবেন কিন্তু মাঠে আসবেন না"। এবার গুজরাট নির্বাচনের সময় তিনি গুজরাটে আসবেন না বলে মত হিমন্ত বিশ্বশর্মার।