ভারতে প্রথম ব্যক্তিগতভাবে তৈরি রকেটের উৎক্ষেপণ হল

author-image
Harmeet
New Update
ভারতে প্রথম ব্যক্তিগতভাবে তৈরি রকেটের উৎক্ষেপণ হল



নিজস্ব সংবাদদাতাঃ
শুক্রবার ভারতে প্রথম বেসরকারীভাবে তৈরি রকেট উৎক্ষেপণ হল। ভারতের প্রথম ব্যক্তিগত রকেট বিক্রম-এস, যা বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয়েছে। এদিন অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটি তৈরি করেছে 'স্কাইরুট অ্যারোস্পেস'। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, 'শ্রীহরিকোটায় স্টার্ট আপ টিম "স্কাইরুট অ্যারোস্পেস" এর সাথে, প্রথম ব্যক্তিগত রকেট উৎক্ষেপণের কয়েক মিনিট আগে, বিক্রম-এস, ভারতের মহাকাশ কর্মসূচির প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয়েছে।'