New Update
/anm-bengali/media/post_banners/Xjbg1ZQwWzXEj3kyxQew.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার ভারতে প্রথম বেসরকারীভাবে তৈরি রকেট উৎক্ষেপণ হল। ভারতের প্রথম ব্যক্তিগত রকেট বিক্রম-এস, যা বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয়েছে। এদিন অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটি তৈরি করেছে 'স্কাইরুট অ্যারোস্পেস'। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, 'শ্রীহরিকোটায় স্টার্ট আপ টিম "স্কাইরুট অ্যারোস্পেস" এর সাথে, প্রথম ব্যক্তিগত রকেট উৎক্ষেপণের কয়েক মিনিট আগে, বিক্রম-এস, ভারতের মহাকাশ কর্মসূচির প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয়েছে।'
India's first ever private rocket Vikram-S, named after Vikram Sarabhai, launched from Sriharikota in Andhra Pradesh. The rocket has been built by "Skyroot Aerospace". pic.twitter.com/DJ9oN0LPfH
— ANI (@ANI) November 18, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us