ফের অভিষেককে নিশানা শুভেন্দুর!

author-image
Harmeet
New Update
ফের অভিষেককে নিশানা শুভেন্দুর!

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার বিজেপির পূর্ব মেদিনীপুর, জেলা বিজেপির তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার বিশেষ সাংগঠনিক বৈঠকে হলদিয়ায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই বৈঠক শেষে তৃণমূলকে তুমুল কটাক্ষ করেন শুভেন্দু। তুলে আনেন হলদিয়ার অচলাবস্থার কথা। শুভেন্দু করে বলেন কটাক্ষ, "হলদিয়া বন্দরের অচলাবস্থা নিয়ে ভাইপোকে জিজ্ঞেস করুন। উনি ভালো উত্তর দিতে পারবেন। কারণ উনিই গন্ডগোল লাগিয়েছেন। বিষয়টি ভাইপোর মাল তোলার ব্যবসা ছাড়া কিছু নয়।" এদিন তিনি আরও বলেন, ''কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত মেনে বিজেপির লক্ষ্য একটাই- পিসি ভাইপো মুক্ত বাংলা গড়া। পরিবারবাদ তোষনবাদকে খতম করা।''