নিজস্ব সংবাদদাতা: বাড়ির সামনে জমায়েত নিয়ে কলকাতা হাইকোর্টে নিজের পক্ষে রায় পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আবার কলকাতা হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কারণ হোয়াটসঅ্যাপে তিনি ১১০০ নোংরা মেসেজ পেয়েছেন বলে তাঁর দাবি। এই কারণে যাঁরা এমন মেসেজ পাঠিয়েছেন তাঁদের বিরুদ্ধে এবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। ‘গেট ওয়েল সুন’ বার্তার নামে তাঁকে কুরুচিকর ভাষায় হোয়াটসঅ্যাপে ক্রমাগত বার্তা পাঠিয়ে বিব্রত করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা।