নিজস্ব সংবাদদাতা : শুক্রবার গুজরাটে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচারে নামতে চলেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।তার মন্ত্রিসভার সহকর্মী নরোত্তম মিশ্র, বিশ্বাস সারং, অরবিন্দ ভাদোরিয়া এবং ইন্দর সিং পারমার ইতিমধ্যেই গুজরাটে ক্ষমতাসীন বিজেপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যেখানে ১৮২-সদস্যের বিধানসভার জন্য দুটি ধাপে ভোট অনুষ্ঠিত হবে। বিজেপির ৪০ জন তারকা প্রচারকের মধ্যে রয়েছেন শিবরাজ সিং চৌহানও।শুক্রবার গুজরাটের কচ্ছ জেলার মান্ডভি এবং আবদাসা বিধানসভা এলাকায় নির্বাচনী সভায় ভাষণ দেবেন তিনি।শিডিউল অনুযায়ী ভাবনগর এবং মোরবিতেও প্রচার করবেন।