অবশেষে খোঁজ মিলল 'অপহৃত' আপ নেতার

author-image
Harmeet
New Update
অবশেষে খোঁজ মিলল 'অপহৃত' আপ নেতার


নিজস্ব সংবাদদাতাঃ

অবশেষে বুধবার খোঁজ মিলল 'অপহৃত' আপ নেতার । গুজরাটের সুরাটে (পূর্ব) রিটার্নিং অফিসারের অফিস থেকে বেরোনোর সময় প্রার্থী কাঞ্চন জরিওয়ালাকে নীল শার্টে দেখা গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। আজই আপ নেতা মনীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, 'বিজেপি গুজরাট থেকে সুরাট (পূর্ব) থেকে আমাদের প্রার্থী কাঞ্চন জারিওয়ালাকে অপহরণ করেছে। গতকাল তাকে শেষবার আরও অফিসে দেখা গিয়েছিল। তারা তার মনোনয়ন বাতিল করার চেষ্টা করছে। পরে তাঁকে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। এর ফলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।'