রাইপুরে শুভেন্দু

author-image
Harmeet
New Update
রাইপুরে শুভেন্দু

বনমালী ষন্নীগ্রাহী: মঙ্গলবার বীরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষ্যে রাইপুরে পদ যাত্রায় অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাইপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয় এই পদযাত্রা। রাইপুর বাজার প্রদক্ষিণ করে পদ যাত্রা। তারপর একটি জনসভাতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি ছাড়াও ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিজেপি বিধায়ক, সাংসদ এবং সাংগঠনিক নেতৃত্ব। মঙ্গলবার বিকাল প্রায় ৪ টা নাগাদ শুরু হয় পদযাত্রা
মঙ্গলবার রাইপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন। সেই প্রসঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ তোলেন সেই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি বিরোধী দলনেতার দাবী আদিবাসী সম্প্রদায় মুখ্যমন্ত্রীর সঙ্গে নেই। আগামী পঞ্চায়েত ভোটে শক্ত হাতে লড়াইয়ের ডাক দেন শুভেন্দু অধিকারী। ভোট লুট হলে ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার নিদান দেন তিনি। এছাড়াও দুর্নীতি ইস্যুতে আগামীকাল বেশ কিছু তথ্য সামনে তুলে ধরবেন বলে দাবি করেছেন তিনি।