নিজস্ব সংবাদদাতাঃ পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার গভীর রাতে জানিয়েছে, ইউক্রেনের সীমান্তের কাছে অবস্থিত পোলিশ গ্রাম প্রজেওডোডোতে একটি 'রাশিয়ান-নির্মিত ক্ষেপণাস্ত্র' আঘাত হানে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, "লুবেলস্কি ভভিভোডশিপের হরুবিজজো পভিয়েটের প্রিজেওডোউ গ্রামে ১৫:৪০ (স্থানীয় সময়) একটি রাশিয়ান-নির্মিত ক্ষেপণাস্ত্র পড়ে যায়, যার ফলে পোল্যান্ড প্রজাতন্ত্রের দুই নাগরিক নিহত হয়।" কী ধরনের ক্ষেপণাস্ত্র বা কোথা থেকে ছোঁড়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি মন্ত্রকের বিবৃতিতে। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে, কেন রাশিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র পোলিশ ভূখণ্ডে পড়ে দুইজন নিহত হয়েছে, তা ব্যাখ্যা করার জন্য।