/anm-bengali/media/post_banners/6RQaQLCaExAbOFGNrNIp.jpg)
হরি ঘোষ: বেতন ও কর্মসংস্থানের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদে জামুরিয়া-আসানসোল প্রধান সড়কের আখলপুর মোড় এর কাছে পথ অবরোধ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ তারা জমি দাতা। দীর্ঘ আন্দোলনের পর প্রশাসনের সহযোগিতায় একটি ফয়সালা হয়েছিল। তাতে ৬০ জন স্থানীয় যুবককে কাজে নিয়োগ করেছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গত দু'মাস যাবত তাদেরকে কোনও বেতন দেওয়া হয়নি। বারবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলেও এর কোনও সমাধানও হয়নি। গত দশ দিন যাবত কারখানা গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। আজ সকালে হঠাৎ কারখানার নিরাপত্তারক্ষীরা তাদের ওপর ইট, পাটকেল ছুড়তে শুরু করে। এই ঘটনায় মহিলা, শিশু সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে স্থানীয়দের দাবি। এরপরই পুলিশের বিশাল বাহিনী অবস্থান মঞ্চে আসেন। এসেই মহিলা ও পুরুষদের ওপর তারা লাঠিচার্জ শুরু করে দেন বলে স্থানীয়রা দাবি করছেন। পুলিশ অন্যায় ভাবে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের এই লাঠিচার্জের বিরুদ্ধে জামুড়িয়ার আখলপুর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যদিও এই বিষয় নিয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি। সকাল থেকে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us