মহিলাকে বাঁচাতে গিয়ে নর্মদা খালে ডুবে মৃত্যু একই পরিবারের পাঁচ জনের

author-image
Harmeet
New Update
মহিলাকে বাঁচাতে গিয়ে নর্মদা খালে ডুবে মৃত্যু একই পরিবারের পাঁচ জনের

নিজস্ব সংবাদদাতাঃ কচ্ছ পশ্চিমের পুলিশ সুপার সৌরভ সিং জানিয়েছেন, এক মহিলাকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে, কচ্ছের নর্মদা খালে একই পরিবারের পাঁচজন ডুবে মারা যান। পুলিশ সব মৃতদেহ উদ্ধার করেছে। জানা গিয়েছে, জল আনতে গিয়ে খালে পা পিছলে পড়ে যান ওই মহিলা। পশ্চিমের পুলিশ সুপার সৌরভ সিং বলেন, "মুন্দ্রার গুন্ডালা গ্রামে নর্মদা খালে ডুবে মারা যান পরিবারের পাঁচ সদস্য। পুলিশ সব মৃতদেহ উদ্ধার করেছে। জল আনতে গিয়ে খালে পড়ে যাওয়া এক মহিলাকে বাঁচাতে গিয়ে পরিবারের সদস্যরা খালে ঝাঁপ দেওয়ার পর এই ঘটনা ঘটে।"