নিজস্ব সংবাদদাতা: মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকায়নি শুল্ক দফতর? সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছে শুল্ক বিভাগের মুম্বই কার্যালয়ের এক আধিকারিক। তাঁর দাবি, মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটকানোর যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে, তা সঠিক নয়। এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে অভিনেতার দেহরক্ষী রবি সিংহকে আটকানো হয়েছিল। তিনি শুল্ক দফতরের নিয়ম ভেঙেছিলেন। তাই তাঁকে আটকানো হয়। পরবর্তীকালে শুল্ক দফতরের প্রাপ্য টাকা দেওয়ার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। আধিকারিকরা কেউ শাহরুখ খানকে আটকাননি।