চোখে চোখ রেখে পঞ্চায়েত নির্বাচন হবেঃ সুশান্ত ঘোষ

author-image
Harmeet
New Update
চোখে চোখ রেখে পঞ্চায়েত নির্বাচন হবেঃ সুশান্ত ঘোষ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ এবারের পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে চোখে চোখ রেখে। রবিবার সারা ভারত কিষাণ খেতমজুর ইউনিয়নের ডেবরা ব্লক কমিটির তৃতীয় সম্মেলনের প্রকাশ্য সভাতে হাজির হয়ে এমনই বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। একই সাথে রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, "এই ঘটনা নিন্দনীয়। তবে সাংবিধানিক পদে যারা বসে রয়েছেন তারাই ঠিক করবেন ওনাকে গ্রেফতার করা উচিত কিনা।" এদিন ডেবরা ব্লকের পশং এলাকার স্কুল সংলগ্ন ময়দানে এই সভার আয়োজন করা হয়। 

'যিনি বলেছিলেন লাল ঝান্ডাকে একেবারে শেষ করে দেবেন, তিনি ছোট ফুল ছেড়ে বড় ফুলে চলে গিয়েছেন', নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার পশং এলাকায় সারা ভারত কিষাণ খেতমজুর ইউনিয়নের ডেবরা ব্লক কমিটির তৃতীয় সম্মেলনের প্রকাশ্য সভাতে হাজির হয়ে এমনই বক্তব্য রাখেন তিনি।