৬০০'র ক্লাবে লিভারপুলের মিলনার

author-image
Harmeet
New Update
৬০০'র ক্লাবে লিভারপুলের মিলনার

নিজস্ব সংবাদদাতাঃ মাইল ফলক স্পর্শ করলেন জেমস মিলনার। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ এই ফুটবলার ধারাবাহিকভাবে খেলছেন লিভারপুলের হয়ে। রেডসের হয়ে সম্প্রতিতম ম্যাচ খেলতে নেমে মেইল স্টোন ছুঁয়েছেন মিলনার। প্রিমিয়ার লিগে ৬০০টি ম্যাচ খেলা হয়ে গেল তাঁর। মিলনারের আগে এই নজির গড়েছিলেন গ্যারেথ ব্যারি, রায়ান গিগস এবং ফ্রাঙ্ক ল্যাম্পপার্ড। ব্যারি ৬৫৩ টি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন।