New Update
/anm-bengali/media/post_banners/sclIPx2BD08nhRScdBOa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডারউইন নুনেজ সাউদাম্পটনের বিপক্ষে দুইবার আঘাত হেনেছিলেন। রবার্তো ফিরমিনোর হেডার অ্যানফিল্ডে ছয় মিনিটের মধ্যে গোলের খাতা খুলেছিল। কিন্তু নাথান জোন্সের দায়িত্বে থাকা প্রথম ম্যাচে অ্যাডামসের মাধ্যমে কিছুক্ষণ পরেই সমতায় ফেরে সাউদাম্পটন। বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে সই করেছিলেন নুনেজ। উরুগুয়ের এই খেলোয়াড় লিভারপুলে তার অভিষেক মরসুমে আট গোল করেছেন। সাউদাম্পটনের বিরুদ্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ ৩-১ গোলে জিতেছে লিভারপুল।
Exquisite Elliott assist 👌
Well-taken Darwin finish 🎯@Darwinn99’s first goal in #LIVSOU 👊 pic.twitter.com/TOiLx70QfE— Liverpool FC (@LFC) November 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us