'আপ'কে ব্যর্থ 'স্টার্ট আপ' এর সঙ্গে তুলনা হিমন্ত বিশ্বশর্মার

author-image
Harmeet
New Update
'আপ'কে ব্যর্থ 'স্টার্ট আপ' এর সঙ্গে তুলনা হিমন্ত বিশ্বশর্মার


নিজস্ব সংবাদদাতা: দেশ জুড়ে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেছে আম আদমি পার্টি। তবে এবার আম আদমি পার্টিকে ব্যর্থ 'স্টার্ট আপ' এর সঙ্গে তুলনা করলেন হিমন্ত বিশ্বশর্মা। 

AAP's drying chest: Kejriwal to host Rs 20,000/plate dinner to fund party |  Latest News India - Hindustan Times

তিনি বলেন, "আম আদমি পার্টি একটি ব্যর্থ রাজনৈতিক স্টার্ট আপ। এমনকি ১০ বছর পরেও তারা ক্ষুদ্র, অতিক্ষুদ্র বা মাঝারি উদ্যোগ হয়ে উঠতে পারেনি। ১০ বছর ধরে তারা ডেলিভারির কোনও প্রমাণ ছাড়াই একই পণ্য বিক্রি করার চেষ্টা করছে"।