আজ অনেকটাই নামবে উত্তরবঙ্গের পারদ

author-image
Harmeet
New Update
আজ অনেকটাই নামবে উত্তরবঙ্গের পারদ


নিজস্ব সংবাদদাতা: আজ অনেকটাই নামবে উত্তরবঙ্গের পারদ। আজ উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে পারদ নামবে ৯ ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

Visit north Bengal for an eco-friendly break this winter - Outlook Traveller

দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দার্জিলিংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার লাইভ আপডেট পেতে লিঙ্কে ক্লিক করুন (https://www.windy.com/26.524/88.720?23.645,97.712,6,m:epnaiC1)।