দিগবিজয় মাহালীঃ ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে তৃণমূলের বিধায়ক অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল করল বিজেপি। শনিবার কেশিয়াড়ি উত্তর মণ্ডলের পক্ষ থেকে সুন্দরাড় থেকে ধলবেলুন পর্যন্ত প্রতিবাদী ধিক্কার মিছিল করা হয়েছে। তৃণমূলের বিধায়কের মন্তব্যের প্রতিবাদ জানানো হয়। রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের নিন্দা জানানো হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথার জবাবে তিনি বলেছিলেন, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে।" বিধায়কের এই মন্তব্য সমর্থন করেনি তৃণমূলও। তারাও বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছে। রাজ্যের বিরোধী দল অখিল গিরির এমন কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানাতে পথে নামল বিজেপি। এদিন পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা তৃণমূলের সভাপতি তাপস মিশ্র বক্তব্য রাখতে গিয়ে বলেন, ''যে তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বরা, ভারতের মহিলা রাষ্ট্রপতি কে সম্মান করতে জানেনা, তারা কি করে আমার আপনার সাধারণ বাড়ির মেয়েদের সম্মান করবে ?সামনে পঞ্চায়েত নির্বাচন একটি ভোটও তৃণমূলকে দেবেন না, আর যদি দেন আপনার বাড়ির মা-বোনেদের সম্মান থাকবে না। ''