অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে করা কু-মন্তব্যের প্রতিবাদে ঘাটালে পথ অবরোধ বিজেপির

author-image
Harmeet
New Update
অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে করা কু-মন্তব্যের প্রতিবাদে ঘাটালে পথ অবরোধ বিজেপির

নিজস্ব  সংবাদদাতাঃ শনিবার সন্ধ্যা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ঘোড়িমোড়ে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়ক অবরোধ করে বিজেপির নেতা কর্মীরা। পাশাপাশি দাহ করা হয় রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির কুশপুত্তলিকা। অখিল গিরির করা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কু-মন্তব্যের প্রতিবাদে ঘাটাল বিজেপির পক্ষ থেকে এই পথঅবরোধ বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।যেখানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ সভানেত্রী হাসি হালদার।দেশের একজন জনজাতি মহিলা রাষ্ট্রপতিকে নিয়ে করা অখিল গিরির মন্তব্যের জন্য তার বিরুদ্ধে কঠর পদক্ষেপের দাবি তুলে বিজেপির নেতা কর্মীরা।বিজেপির পথ অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় রাজ্যসড়কে। পরে ঘাটাল থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় এবং যানজট স্বাভাবিক করে।